বিয়ের আগে যৌন সম্পর্ককে স্বীকৃতি দেওয়া উচিত মুসলিমদের: ডেনমার্কের মন্ত্রী
- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
বিয়ের আগে যৌন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রভাবশালী মন্ত্রী। মুসলিম নারীদের বিয়ের আগে যৌন সম্পর্ক তৈরি করাকে অধিকার হিসেবেও উল্লেখ করেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী মেটিয়েস টেসফায়ে। দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।
ডেনমার্কের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এই মন্ত্রী বলেন, আমি তাদের সরাসরি ও জোর দিয়ে বলছি যে অন্য নারীদের মতো মুসলিম নারীদের এ ধরনের অধিকার রয়েছে। মন্ত্রী আরও বলেন, আমি শুনেছি বিয়ের রাতে রক্তপাত হবে কি না এ নিয়ে মুসলিম নারীরা শঙ্কিত থাকেন কারণ তাদের নিজেদেরকে কুমারী প্রমাণ করতে হয়।
তিনি মুসলিম নারীদের উদ্দেশ্যে বলেন, জীবনটা তোমাদের তাই পছন্দ তোমাদেরই । এখানে ইমামদের কথা শোনার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। মুসলিম নারীরা কী করবে তা ইমামদের সিদ্ধান্তে হতে পারে না বলেও মত দেন মন্ত্রী। তবে মন্ত্রীর এ ধরনের মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি মুসলিম সম্প্রদায়ের নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.