পাওয়ার গ্রিডে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।


অগ্নিকাণ্ডের পর থেকে পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে এই মুহূর্তে বলতে পারছেন না সংশ্লিষ্টরাও।


ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গত মঙ্গলবারও কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.