- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
হাবিবুর রহমান
টাঙ্গাইলের মধুপুরে ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস’র) সংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংলাপ ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
আইপিডিএস’র প্রোগ্রাম অফিসার মিঠুন জাম্বিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জিএমএডিসি’র সভাপতি অজয় এ মৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মারীয়া চিরান, ইউপি সদস্য প্রবীর নকরেক, সেড প্রতিনিধি প্রবীণ চিসিম, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জন যেত্রা প্রমূখ। এর আগে কার্যকরী এ্যাডভোকেসী এবং এর কলাকৌশল বিষয়ের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক।
সভায় মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক বলেন, কার্যকরী এ্যাডভোকেসী ও এর কলাকৌশল সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকতে হবে। এর জন্য আমাদের সবাইকে এ ধারণা নিয়ে কাজ করতে হবে। তবেই আমরা আমাদের কাজে সফল হব। অজয় এ মৃ বলেন, সংলাপ ও পরামর্শ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এ্যাডভোকেসীর মাধ্যমে আমাদের অধিকার ও কাজে অগ্রসর হতে হবে। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.