স্বাধীন বাংলা নিউজ টিভিতে এক জন ছাত্র‘র আকুতি,প্লিজ আমাদের হেল্প করেন এই নিউজটি প্রকাশ করে

 

Abdul Jahed    প্লিজ আমাদের হেল্প করেন এই নিউজ  আপনাদের পেইজে নিউজ টি প্রকাশ করে  – স্যার, আসসালামু আলাইকুম! স্যার আমরা জাতীয় বিশ্বাবিদ্যালয়ের অধীনে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আয়োজিত মাস্টার্স প্রিলি পরীক্ষায় অংশগ্রহণ কারী একজন ছাত্র। কিন্তু দূঃখের বিষয় হলো আমি তৃতীয় বিভাগে কৃতকার্য হই।

জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে এ যাবত কাল পর্যন্ত মাস্টার্স প্রিলি পরীক্ষায় পাশ করিলেই শিক্ষার্থীদের চূড়ান্ত পর্বে ভর্তির জন্য সুযোগ দেওয়া হতো। কিন্তু দূঃখের বিষয় হলো মাষ্টার্স ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এসে কোন পূর্ব ঘোষণা ব্যাতীত মাস্টার্স চূড়ান্ত পর্বে ৩য় বিভাগ প্রাপ্তদের ভর্তির সুযোগ দিচ্ছে না।

আমার কথা হলো পূর্বের যারা প্রিলিতে ৩য় বিভাগ পেয়ে পাশ করিত তাদের ভর্তির সুযোগ দিতো আামাদের কেনো নয় ? প্রিলিতে পাশ করলে কোন সার্টিফিকেট দেওয়া হয় না তাইলে ৩য় বিভাগ ভর্তির সুযোগ দেওয়া হয় না কেনো? ৩য় বিভাগ পাওয়া কি বড় অপরাধ? আমি এমন একজন হত ভাগা ছাত্র ২০১২ সালে HSC পাশ করার পর ২০১২-১৩ ব্যাচ এ তিন বছর মেয়াদি ডিগ্রি Pass কোর্সে ভর্তি পাস করার কথা ২০১৫ সালে, ওনারা সেশন জোট নামক ভাইরাস দূর করার জন্যে আমাদের শেসন জোট ফেলে আমাদের পাশ করাইল ২০১৮ সালে এখানেই তিন শেষ করে দিলো।

কি অপরাধ আমার স্যার আপনি ই একটু বলেন? এখন প্রিলিতে এসে ২০১৬ পাশ করার কথা পাশ করাইলো ২০১৯ সালে। এতকিছু অবিচার করার পরও জাবি মাস্টার্স ফাইনালে এসে ৩য় বিভাগ প্রাপ্ত দের ভর্তি হতে দেয় না কেনো? এই অবিচার আমার মত হাজার ও শিক্ষার্থী এর ভুক্তভোগী।

স্যার দয়া করে আপনারা এই নিউজ টা প্রচার করলে আমার মত হাজার ও শিক্ষার্থী উপকার হতো যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নজরে আসে এবং আমার মত হাজার শিক্ষার্থীর ভর্তির সুযোগ করে দেয়। প্লিজ স্যার আপনাদের দয়ার আমাদের উপকার হবে, অবিচার টা একটু প্রচার করে দিবেন দয়া করে, নিবেদক নামঃ আমরা 2016/2017 শিক্ষা বর্ষের শিক্ষার্তি বিন্দ।

Abdul Jahed updated his profile picture.

Comments are closed, but trackbacks and pingbacks are open.