- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
এস.এম আব্দুর রাজ্জাক
আজ ২৯ জানুয়ারি ২০২০ জনশুমারি-২০২১ উপলক্ষে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ও বলিভদ্র ইউনিয়নের সুপারভাইজার ও গণনাকারী পদে আবেদনকারীদের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় মৌখিক পরীক্ষা শুরু হলেও প্রথমে ধোপাখালী ইউনিয়ন শুরু হয়।
দুপুর ৩ টায় যদুনাথপুর ইউনিয়ন এর মৌখিক পরীক্ষা শুরু হয়। সকল প্রার্থীদের সকাল ১০ টায় উপস্থিত থাকতে বলেও সারাদিন ব্যাপী চলছে মৌখিক পরিক্ষা। প্রার্থীদের অধিকাংশ মহিলা যারা সকাল ১০ টা থেকে ধনবাড়ী উপজেলা পরিষদের অডিটোরিয়ামের বারান্দায় দাড়িয়ে আছে। উপজেলা পরিষদ বসার মত কোন ব্যবস্থা না থাকায় সীমা হীন দূর্ভোগে আছে সাধারণ পরীক্ষার্থীরা ।
উপজেলা পরিষদের এমন আচরণ কেন?? প্রশ্ন সাধারণ মানুষের।
যারা পরীক্ষা দিতে আসছে তারা কি এতটাই অবহেতিত মানুষ।
আর পরীক্ষা যারা নিচ্ছেন তাদের কেউ কেউ মোবাইল হাতে নিয়ে ফেসবুক চালাচ্ছে নি চিন্তায় কারুন তাদের তো চাকরি হয়েছে।
পরীক্ষা চলবে সময়ঃ ৫ টা ৫ মিনিট পযন্ত।
এমন ঘটনা নিয়ে ফেসবুকে নানা জনের নানা মন্তব্য
দেখুন:
Comments are closed, but trackbacks and pingbacks are open.