করোনাভাইরাস, পদ্মাসেতু প্রকল্পের ৩৫ চীনা কর্মী নজরদারিতে: কাদের

নিজস্ব প্রতিবেদ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস ছড়ানোর পর দেশে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশটির ৩৫ কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পদ্মা সেতুর নির্মাণকাজ ব্যাহত হবে কিনা? এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে এক হাজারের মত চীনা শ্রমিক বা কর্মী কাজ করেন। তাদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণকাজে অসুবিধার সৃষ্টি হয় না।

ছুটি কাটিয়ে ১৮ জানুয়ারি থেকে যারা চীন থেকে এসেছেন তাদের প্রকল্পের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসের ১৮ তারিখ থেকে যারা আসছেন তাদের ব্যাপারে নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ৩৫ জনের মত এসেছেন, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না। এর আগেও একশ থেকে দেড়শ জন শিফটিং ছুটিতে যেতেন, তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণকাজে সমস্যা হয়নি।চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ মূল সেতু নির্মাণের কাজ করছে। আর প্রকল্পের নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো করপোরেশন।বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে, চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.