সিনিয়র সচিব হলেন তিন কর্মকর্তা

সিনিয়র সচিব হলেন তিন কর্মকর্তা

তিন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ, নৌপরিহন মন্ত্রণালয়ের মো. আবদুস সামাদ, জ্বালানি খনিজ সম্পদ বিভাগের মো. আনিছুর রহমান। নতুন নিয়োগপ্রাপ্ত সচিবদের বর্তমান কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।

উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত ও আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে পৃথক এক আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। এই কর্মকর্তাকে সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এছাড়া আরেক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

আলাদা আদেশে ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান উন্মুল হাসনাকে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.