টাঙ্গাইলের ভূঞাপুরে পোড়া মবিলকে বিদেশি সরিষার তেল বলে বিক্রি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে জাহাজের পোড়া মবিলকে বিদেশি সরিষা তেল বলে বিক্রি ও সরিষার সাথে ওই তেল মিশিয়ে ভেজাল সরিষা তেল তৈরি করে মুনাফার লোভে বাজারজাত করার দায়ে মদিনা অয়েল মালিক আব্বাস আলী কে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

অন্যদিকে, অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে বেকারী পণ্য সামগ্রী উৎপাদনে পণ্যে দ্রব্যে কেমিক্যাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্যে ব্যবহার, (বিএসটিআই) অনুমোদনহীনভাবে খাদ্য পণ্য পরিবেশনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বেকারীগুলোতে অভিযান চালিয়ে মালিকদের বিভিন্ন অংকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.