কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক নির্মূলে নবাগত ওসির মত বিনিময়

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় নবাগত অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় মাদক নির্মূলের লক্ষ্যে ২৩ জানুয়ারি এক মত বিনিময় সভার আয়োজন করেন। বিজিবি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক ও আইন শৃঙ্খলার সাথে জড়িত কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সিনিয়র এএসপি লুৎফর রহমান। সভায় মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। এজন্য সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ কর্মকর্তাগণ। সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.