- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
নিউজ ডেস্ক:
জামালপুরের ইসলামপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ আলী ওরফে আলী নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার যমুনার চরঞ্চলে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধের ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছেন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি রিভালবার ও ৫০০ পিস ইয়াবা।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘সোমবার সন্ধ্যায় যমুনার প্রজাপতির চর থেকে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১ মামলার আসামি ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে তিনটার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।’
‘সেখান থেকে বালুর চরে পুতে রাখা একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আলীকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে আলী ডাকাত গুরুতর আহত হন। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.