ঘাটাইলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

 

মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে কাতার প্রবাসী মানিক খানের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানিক খান(২৮) উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ভূইয়া গম্ভীর গ্রামের সোবহান খানের ছেলে।

নিহতের বড় ভাই আনিছুর রহমান জানান, ভূইয়া গম্ভীর গ্রামের মানিক খানের সাথে পাশর্^বর্তী শহর গোপিনপুর গ্রামের মৃত আঃ ছামাদের মেয়ে জাহানারা জান্নাত (২৩) এর পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী বিদেশ থাকার সুবাদে মাদকসেবী দেবর সজীব (১৯) বিভিন্ন সময় তার ভাবীকে উত্যক্ত করত। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় সংসারে কলহের সৃষ্টি হলেও জান্নাতের শ^শুর-শ^াশুরি এ ব্যাপারে কোন ভ্রুক্ষেপ করেননি। গত ২ নভেম্বর প্রবাসী মানিক খান বাড়ীতে ফিরে এলে স্ত্রী জান্নাত ঘটনাটি স্বামীকে অবগত করে। স্বামী ঘটনাটিকে পাত্তা না দিয়ে উল্টো তাকে দোষারোপ করে।

গত বৃহস্পতিবার গৃহবধু জান্নাত ফাঁসি দিয়ে আতœহত্যা করেছে বলে মানিক তার শ^শুর বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে জান্নাতের পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তাদের দাবি জান্নাতকে মেরে ঘটনাটি আতœহত্যা বলে চালানোর চেষ্টা করছে। তিনি বলেন, আমার বোনের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.