বিষ দিয়ে পেঁয়াজ ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সেলিম হোসেন নামে এক বর্গা চাষির ১৫ কাঠা জমির পেঁয়াজে দুর্বৃত্তরা বিষ দিয়ে নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার বিকালে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের রণপিয়া মাঠে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় এ ব্যাপারে ভুক্তভোগী কৃষক ভেড়ামারা মডেল থানায় একটি অভিযোগ করেন।

বর্গাচাষি সেলিম রণপিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা বলছে, বিকালে অন্য কৃষকরা মাঠে গিয়ে দেখে সেলিমের পেঁয়াজ গাছগুলো নেতিয়ে পড়েছে। দুর্বৃত্তরা তার ক্ষেতে বিষ দিয়ে পেঁয়াজ গাছ নষ্ট করে দিয়েছে।

কৃষক সেলিম জানান, কেউ শত্রুতা করে আমার পেঁয়াজ ক্ষেতে বিষ দিয়েছে।

উপজেলা কৃষি অফিসার সাইখুল ইসলাম জানান, অতিরিক্ত মাত্রায় আগাছানাশক দেয়ার কারণে পেঁয়াজ গাছ নেতিয়ে পড়েছে।

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) সুব্র প্রকাশ জানান, শত্রুতা করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছে এমন অভিযোগ নিয়ে এক কৃষক এসেছিলেন। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.