চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০ জন।

রোববার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাঁচ তলা ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা স্কুলশিক্ষক অঞ্জন কান্তি দাশ জানান, সকালে বিকট বিস্ফোরণের সঙ্গে পুরো বাড়ি কেঁপে ওঠে। তার বাসার জানালার কাচ ভেঙে যায় এবং অনেক জিনিসপত্র মেঝেতে পড়ে যায়।

বিস্ফোরণের পর ভবনের সীমানা প্রাচীর ভেঙে রাস্তায় মানুষের ওপর পড়ে। পিকআপ ভ্যানে বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে পথচারীও ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ১৫ জনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাতজনের মৃত্যু হয়। বিস্ফোরণ কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণে বাড়ির পাশে দেয়ার ধসে পড়ে। এতে পথচারীরা হতাহতের শিকার হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গুরুতর দগ্ধ সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন সেখানে দায়িত্বরত চিকিৎসক। অন্য ৬ জন হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, বড়ুয়া বিল্ডিংয়ের নিচতলায় সীমানা প্রাচীরের পাশেই হয়ত গ্যাস রাইজারে কোনো সমস্যা ছিল, লিকেজ থেকে গ্যাস বের হয়ে জমে গিয়েছিল।

সকালে বাসায় রান্না করার সময় বা বাইরে থেকে কারও ফেলা সিগারেটের আগুন থেকে এ বিস্ফোরণ হতে পারে।

এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এখানে ৬-৭ সদস্যের এক পরিবার বাস করতেন বলে জানা গেছে।।

Comments are closed, but trackbacks and pingbacks are open.