লতা মঙ্গেশকর বেঁচে আছেন

অনলাইন ডেস্ক:

ভারতের কিংবদন্তি সঙ্গীত তারকা লতা মঙ্গেশকর মারা গেছেন বলে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে এমন গুজব ছড়িয়ে পড়ে।

শিল্পী মারা গেছেন কিনা এ নিয়ে চলছে নানা কথা। এর মধ্যেই লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এসব গুজব ছড়ানো বন্ধ করার জন্য অনুরোধ করেছেন অনুশা শ্রীনিবাসন আইয়ার।

টুইটারে তিনি লিখেছেন, ‘প্লিজ, গুজব ছড়ানো বন্ধ করুন। লতা দিদির অবস্থা আপাতত ভালো এবং উন্নতিও হচ্ছে। তার সুস্থতার জন্য আসুন সবাই মিলে প্রার্থনা করি।’

এদিকে শিল্পীর টুইটার অ্যাকাউন্ট থেকে তার এক নিকটজন লিখেছেন, ‘লতা দিদির অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠেছেন। আপনাদের উদ্বেগ আর প্রার্থনার জন্য ধন্যবাদ।’

গেল সোমবার রাত ২টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন এই গায়িকা। ভারতের সবচেয়ে সম্মানিত প্লেব্যাক গায়ক-গায়িকাদের একজন লতা। তিনি এক হাজারের বেশি হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছেন। পাশাপাশি এই গায়িকা ভারত ও বিদেশের সব মিলিয়ে ৩৬টির বেশি ভাষার গান গেয়েছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার, ভারতরত্ন সম্মাননা, তিনটি জাতীয় পুরষ্কারসহ একাধিক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন লতা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.