কাটা পড়ল আর্জেন্টিনা, টিকে রইল ব্রাজিল

কেউ হবেন আগামীর নেইমার, কেউ আবার মেসি; এরাই হবেন একটা সময় লাতিন ফুটবলের জনপ্রিয় দুই পরাশক্তির আশা-ভরসা। হয়তো ‘ছোট’ বলে সেভাবে এখনো দর্শক টানছে না। তবে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল যারা দেখছেন তারাই বলতে পারবেন কতটা উপভোগ্য।

এরিমধ্যে শেষ হওয়ার পথে ছোটদের এই শিরোপা লড়াই। আর বিশ্বফুটবলের দর্শকনন্দিত দুই দলের রাস্তাও হয়ে গেছে দুটো। শেষ ষোলোতে প্যারাগুয়ের কাছে ৩-২ গোলে হেরে হৃদয় ভাঙল আকাশী-সাদাদের।

তবে বিপরীত চিত্র ব্রাজিল দলে। টুর্নামেন্টের শুরু থেকে দারুণ ছন্দে থাকা দলটি এরিমধ্যে কেটে নিয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। শেষ ষোলোতে তারা চিলিকে ৩-২ গোলে হারিয়েছিল। এখান সেমিতে উঠার লড়াইয়ে ব্রাজিলের প্রতিপক্ষ ইতালি। ১১ নভেম্বর সেই লড়াইয়ে জিতলে সোজা সেমিতে চলে যাবে সেলেসাওরা।

এই মুহূর্তে কোয়ার্টার নিশ্চিত করা বাকি ছয় দল হলো-নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, ফ্রান্স, মেক্সিকো, প্যারাগুয়ে। গত ২৬ অক্টোবর থেকে শুরু হওয়ার ফিফা বিশ্বকাপের এই আসরের ফাইনাল হবে ১৭ নভেম্বর। মোট ২৪ দল থেকে শেষ পর্যন্ত এক দল পাবে তাদের স্বপ্নের শিরোপা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.