টাঙ্গাইল প্রধানমন্ত্রীর যুগ্ম সচিব পরিচয় দানকারী ২ প্রতারক আটক

মেহেদী হাসান চৌধুরী, টাঙ্গাইল


টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর যুগ্ম সচিব পরিচয় দানকারী ২ প্রতারক আটক হয়েছে। আটককৃতরা হলো দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠান পাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেন খানের ছেলে মো. আশরাফ আলী খান ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের হেলাল উদ্দিন আকন্দের ছেলে মুমিন আকন্দ (৩৪)। এসময় তাদের নিকট হতে ১ লাখ টাকা ও তাদের ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ওই ২ প্রতারক জেলা প্রশাসক কার্যালয়ে এসে নিজেদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দেন। এসময় তাদের আচরনে গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে অসংলগ্ন আচরন করেন। জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশকে ডেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে।
পরে বুধবার (৩০ অক্টোবর) রাতে টাঙ্গাইল ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন ভূমি অধিগ্রহণ অফিসার সুখময় সরকার ও আটককৃত দু’জনকে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ১ বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.