আবরার ফাহাদের নৃশংস হত্যাকা-ের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে সনাকের মানববন্ধন

মধুপুর প্রতিনিধি

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকা-ের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে মধুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সনাক সভাপতি অধ্যক্ষ মো: বজলুর রশিদ খান সভাপতিত্ব করেন। কর্মসূচিতে সনাক সদস্য, গণমাধ্যম কর্মী, ছাত্র-ছাত্রী, সনাকের সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট- ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যসহ শতাধিক নাগরিক অংশ নেন। মানববন্ধনে টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সনাক সভাপতি মো: বজলুর রশিদ খান, প্রাক্তণ সভাপতি ডা: মীর ফরহাদুল আলম মনি, সনাক সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম ও ইয়েস সদস্য মো: সবুজ মিয়া।

আলোচনায় বক্তারা বলেন, ৬ অক্টোবর ২০১৯ রোববার দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবার ফাহাদ নৃশংস হত্যাকা-ের শিকার হয়েছেন। আবরার ফাহাদের হত্যাকা- একদিকে যেমন বাকস্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্য দিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। দেশে বিচারহীনতার সংস্কৃতি এধরনের অপরাধ বৃদ্ধিতে উৎসাহিত করছে বলে আলোচকগণ মনে করেন। এসময় মানববন্ধন থেকে আবরার হত্যাকা-ের দুষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্র সংগঠনসহ শিক্ষাঙ্গণকে দলীয় রাজনীতিমুক্ত করার দাবি জানানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.