নীলফামারীতে বিজিবি সদস্যদের  দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধিঃ
“সুরক্ষিত সীমান্ত ও মাদক মুক্ত বাংলাদেশ” শিরোনামে নীলফামারীতে বিজিবির দুই দিনের কর্মশালা বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দক্ষতা, সক্ষমতা, কার্যকারিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর ওই কর্মশালার আয়োজন করেন।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকীর সার্বিক তত্বাবধানে ওই কর্মশালায়, বিজিবি সদস্যদের মামলা
রুজু করার পদ্ধতি ও ত্রুটি সমুহ, আইন ও সাধারণ ত্রুটি সমুহ, কাষ্টম ও শুল্ক আইন, মাদকদ্রব্য সনাক্তকরণ ও তল্লাশী পদ্ধতি, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স পদক্ষেপ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের ওপর সরকারের বিভিন্ন
সেক্টরের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের দারোয়ানীতে সুতাকল অবস্থিত ৫৬ বিজিবির সদর দপ্তরে ওই কর্মশালা শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ শামছুল আরেফীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান
চৌধুরী, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহিদুল হক, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামীউন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রিজিয়ন সদর দপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী, নীলফামারী কাষ্টম ও ভ্যাট
বিভাগের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন প্রমুখ।
আয়োজকরা জানায় দুই দিনের ওই কর্মশালায় বিজিবির ১৯০ জন সদস্য অংশগ্রহন করেন।
নীলফামারীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের
৩৮২তম শাখার উদ্বোধন

Comments are closed, but trackbacks and pingbacks are open.