টাঙ্গাইলের মধুপুরে দুর্নীতির দায়ে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কারাগারে

 মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মেছবাহ উদ্দিন দুর্নীতির দায়ে কারাগারে। মামলা সূত্রে জানা যায়, মেছবাহ উদ্দিন মধুপুর উপজেলার গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদরাসায় ২০১১ সালের ১ জুন অধ্যক্ষ হিসাবে চাকুরিতে যোগদান করেন।

যোগদানের পর থেকেই সে মাদরাসার তহবিল থেকে বিভিন্ন উপায়ে টাকা আত্মসাৎ করে। এ অবস্থায় সে ২০১৭ সালের ২৩ মে স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে চলতি বছরের ৬ মে টাংগাইলের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদলত মধুপুর অঞ্চলে ৭ লক্ষ ২৫ হাজার ৯‘শ ৩৩ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ মেছবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। মামলা নং- সিআর-১৭২/২০১৯। বিজ্ঞ আদালত মামলটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

পিবিআই তদন্ত করে টাকা আত্মসাতের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত প্রতিবেদন গ্রহণ করে মেছবাহ উদ্দিনের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সে হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিতে নির্দেশ প্রদান করেন। মেছবাহ উদ্দিন বুধবার (২৫ সেপ্টম্বর) টাংগাইলের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মেছবাহ উদ্দিন মাদারীপুর জেলার কালকানি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মৃত আঃ করিমের ছেলে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.