কুড়িগ্রামের ৬ বীর কন্যাকে চেষ্টা’র সহায়তা প্রদান

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ৬ বীর কন্যাকে ৬টি গরু প্রদান করেছে চেষ্টা নামের একটি ঢাকাস্থ সংগঠন।

সোমবার জেলা প্রশাসন চত্বরে একাত্তরের মুক্তিযুদ্ধের এই বীর কন্যাদের হাতে একটি করে গরু ও কাপড় তুলে দেয়া হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীর প্রতীক আব্দুল হাই সরকার, ঢাকা থেকে আসা চেষ্টার সভাপতি সোনিয়া বেগম, সাধারণ সম্পাদক লায়লা নাজনীন হারুন, সাংগঠনিক সম্পাদক ভিকরুন নেছা চিনু, নির্বাহী সদস্য শারমীন রিনা, মমতা হারুন, সাজেদা আনম, রাফিয়া আবেদীন প্রমুখ।

তালতলী হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন 

বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর কুড়িগ্রামের ১২ জন বীরঙ্গনার স্বীকৃতি পেলেও তাদের ভাগ্যের এখনও পরিবর্তন হয়নি।

জেলা প্রশাসক এ অনুষ্ঠানে কুড়িগ্রামের ১২ জন বীর কন্যাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাকা ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.