সরিয়ে দেয়া হলো গণপূর্তের উৎপল কুমারকে

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

উৎপল কুমার দে কে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও ওই দুই জোনে কাউকে পদায়ন করা হয়নি।

এ সংক্রান্তে ফাইলে নিজ জেলা পিরোজপুরে যাওয়ার আগেই স্বাক্ষর করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

উৎপল কুমার দে ১৫তম বিসিএসে গণপূর্ত অধিদপ্তরে যোগদান করেন। তার দায়িত্ব পালনকালে আজিমপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে থাকাকালে নানা বিতর্ক ছিল।

এর মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের নির্মাণ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফজাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির রিপোর্ট এখনো আলোর মুখ দেখেনি।

সম্প্রতি টেন্ডার কিং জি কে শামীম গ্রেপ্তারের পর থেকেই গণপূর্তের দুই প্রকৌশলীর ঘুষ গ্রহণ নিয়ে নানা তথ্য প্রকাশিত হয়।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ইতিমধ্যেই জানিয়েছেন, জি কে শামীম কিভাবে এতো কাজ পেয়েছে তা তদন্ত করে দেখা হবে।

উৎপল কুমার দে গণপূর্ত অধিদপ্তরের নবগঠিত মেট্রো জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। গত জুন মাসে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাই অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গেলে উৎপল কুমার দে কে ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.