পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৯

নিউজ ডেস্ক

পাকিস্তানের বিভিন্ন শহরে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ৫.৮ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ১৯ মারা গেছে। আহত হয়েছে তিন শতাধিক।

মঙ্গলবার বিকাল চারটা দুই মিনিটে এই ভূমিকম্প হয়। পাকিস্তানশাসিত কাশ্মীরের মনিপুর শহরের কাছে এই ভূমিকম্পের উৎস বলে জানিয়েছে বিবিসি।

https://shadinbanglanewstv.com/2019/09/24

পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জংয়ের খবরে বলা হয়, এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে তিন শতাধিক। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, খায়বার পাখতোয়াসহ বিভিন্ন শহরে তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বিভিন্ন রাস্তায় ফাটল দেখা দিয়েছে।

টাকা রাখার জায়গা নেই, সোনা কিনতেন দুই নেতা

ভারতের রাজধানী দিল্লিসহ জম্মু-কাশ্মীর, পাঞ্জাবের চণ্ডীগড়, উত্তরখণ্ডের দেহরাদুন, হরিয়ানা অঞ্চলেও ভূ-কম্পন অনুভূত হয়। তবে এসব অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষ মারা যায়। তখন আহত হয়েছিল দেড় লাখের বেশি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.