বাঘায় অপরাধীদের ধরতে সাহায্য চাইলে ওসি নজরুল ইসলাম

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে চোরাচালান প্রতিরোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রন,সন্ত্রাস -নাশকতা এবং উপজেলার সার্বিক আইন শৃংখলা প্রতিরোধে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্প্রতিবার ১৯\০৯\২০১৯ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনূষ্ঠিত হয়।সভায় যে কোনও ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করার আহবান জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজার সভাপতিত্বে অনূষ্ঠানে সভায় ওসি বলেন,পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে কম বেশী অপরাধ সংঘটিত না হয়।তবে উন্নত দেশ গুলোতে অপরাধীদের ধরিয়ে দিতে জনপ্রতিনিধিসহ সূশীল সমাজের লোকজন এগিয়ে আসেন।কারন জনগন সহায়তা না করলে পুলিশের একার পক্ষে সকল সমস্যার সমাধান দেয়া সম্ভব নয়।আমি আপনাদের কাছে অপরাধীদের ধরিয়ে দিতে সাহায্য চাই।বিশেষ করে যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আমাকে তথ্য দিবেন।আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
    মাসিক সভায় বক্তারা আগত দূর্গাপূজায় মন্ডপকেন্দ্রীক মাদক সেবন,বাজার ও বিভিন্ন মোড়ে যানজট নিরসন,ব্যবসা-বানিজ্যের প্রচার বিষয়ে যখন-তখন শিক্ষাপ্রতিষ্ঠানসহ মসজিদ এলাকায় উচ্চ স্বরে মাইক বাজানো,মাদক সেবনের নতূন কৌশল অবলম্বন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সংকোট এবং গুড়ের সাথে চিনি মেশানোসহ পদ্মা নদী থেকে ইজারার বাইরে বিভিন্নভাবে বালু উত্তোলন প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন।
   আয়োজিত সভায় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী,নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষকমন্ডলী,ইমাম,সাংবাদিকসহ সূশীল সমাজের নেতৃবৃন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.