দুর্গাপুরে রেমন্ড আরেং কে সংবর্ধনা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে এলাকার কৃতিসন্তান আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য মি. রেমন্ড আরেং ওয়াইএমসিএ এর এশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্স‘র সহ:সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয়েছে। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী মিলনায়তনে শুক্রবার দুপুরে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে বিরিশিরি ইয়াং ম্যান খ্রিষ্টান এসোসিয়েশান (ওয়াইএমসিএ) এর আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি মনতোষ রিছিল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহন করেন অত্র এলাকার কৃতিসন্তান আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য মি. রেমন্ড আরেং। অন্যদের মধ্যে আলোচনা করেন, জিবিসি এর সাধারণ সম্পাদক মৃনাল কান্তী সাংমা, আদিবাসী নেতা পাঃ জেমন্স রুরাম, সাধারণ সম্পাদক ওয়াইএমসিএ লুদিয়া রুমা সাংমা, এএসপি মি. শামুয়েল সাংমা, আদিবাসী গবেষক রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার, ওয়াইএমসিএ‘র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মি. নিপুন সাংমা প্রমুখ।

বক্তারা বলেন, কোন ব্যক্তি মেধা ও নিষ্ঠাবান থাকলে, যে কোন উপায়ে সে সাফল্য অর্জন করবেই। নিজ যোগ্যতায় ছোট কেরোসিনের বাতি থেকে আলোকিত বাতিতে পরিনত হওয়ার নামই রেমন্ড আরেং। তিনি ২৪টি দেশের প্রতিনিধিত্ব করবেন। আমাদের এলাকার ওয়াইএমসিএ‘র সদস্য-সদস্যাগন নতুন করে অভিভাবক খুঁজে পেয়েছে। বিশে^র অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে অত্র এলাকার শিক্ষার্থীরা তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছে। রেমন্ড আরেং এর মেধা আর শিক্ষাকে আদিবাসী শিক্ষার্থীদের অনুস্মরণ করতে আহবান জানানো হয়। সভা শেষে ওয়াইএমসিএ‘র সদস্য-সদস্যাগন তাঁদের কৃষ্টি তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.