দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা খানম এর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সালমা বেগম (১৩) নামের এক স্কুল ছাত্রী।

এ নিয়ে রোববার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল গ্রামের আব্দুস সালাম এর স্কুল পড়–য়া মেয়ে সালমা কে বিয়ে দিবে এমন সংবাদ ইউএনও মহোদয় তাঁর মুঠোফোনে জানতে পেরে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করেন। ঐ গ্রামে অবস্থান করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় সালমাকে রাখা হয়। সেই সাথে মেয়ের বাবা আব্দুস সালাম কে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় শেষে এলাকার গন্যমান্যদের উপস্থিতিতে ১৮ বছরের পুর্বে মেয়ে বিয়ে না দেয়ার শর্থে মোচালেকা নেয়া হয়। ইউএনও বলেন, দুর্গাপুর উপজেলা প্রশাসন বাল্য বিবাহ, মদ ও জুয়ার ব্যপারে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.