ডিআইজি মিজানের আরেক জামিন আবেদন নাকচ

আদালত প্রতিবেদক
পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিনের আবেদনও নাকচ হয়েছে। ফলে তাকে কারাগারেই থাকতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

একই আদেশে আদালত তার ভাগ্নে কোতয়ালি থানার এসআই মাহমুদুল হাসানেরও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী ও হাসানের পক্ষে আব্দুর রহমান হাওলাদার মিজানের পক্ষে জামিনের আবেদন করেন। দুদকের পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসের কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

শুনানিকালে ডিআইজি মিজান ও তার ভাগ্নেকে আদালতে হাজিরা করা হয়।

মামলায়টিতে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু দুদক প্রতিবেদন দাখিল না করায় একই বিচারক আগামী ২ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক হয়েছে।

এর আগে বুধবার ৪০ লাখ টাকা ঘুষ প্রদানের মামলায় ডিআইজি মিজানের জামিনের আবেদন নাকচ করে একই আদালত। মামলায় তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তিন কোটি সাত লাখ পাঁচ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

মামলার পর আত্মগোপনে থাকা ডিআইজি মিজান ১ জুলাই বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের বেঞ্চ জামিনের আবেদন করলে তা নাকচ করে তাকে পুলিশে দেয়। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে হাজির করতে নির্দেশ দেন।

সে অনুযায়ী ২ জুলাই নিম্ন আদালতে হাজির করা হলে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.