- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি: পিতার উপর অভিমান করে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল পুত্র। এ ঘটনায় পূত্রকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দুনেফড়া গ্রামে। পুলিশ সুত্রে জানা গেছে, ওই গ্রামের আইনুল ইসলামের পূত্র রাসেল মিয়া (২২) তার পিতা মাদক ব্যবসার সাথে জড়িত বলে থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে পিতার শয়ন কক্ষের ট্রাংকের উপর থেকে ২ পুড়িয়া গাঁজা উদ্ধার করেন। বিষয়টি পুলিশের সন্দেহ হলে তারা রাসেলকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন রাসেলের পিতা তার স্ত্রীকে এনে না দেয়ায় সে অভিমান করে থানায় অভিযোগ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ঘটনাস্থলে আদালত বসিয়ে রাসেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।