- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে কুড়িগ্রাম রাধা গবিন্দ মন্দির চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষীন করে। র্যালীতে অংশনেন এনডিসি রিন্টু বিকাশ চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবী বোস, বাজার মন্দির কমিটির সভাপাতি ফনিন্দ্রনাথ শাহা, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র রায়, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক উপধ্যক্ষ উদয় শংকর চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মম সংসদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শুনীল চক্রবর্তী, সভাপতি অমল ব্যানার্জী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমূখ। র্যালী শ্রী রামকৃষ্ণ আশ্রম, ব্রাহ্মম সংসদ কুড়িগ্রাম জেলা শাখা, রাধামাধব ফাউন্ডেশন, কুড়িগ্রাম সরকারী কলেজের হিন্দু ছাত্র পরিষদ, পার্থসারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন দক্ষিনপাড়াসহ সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ। পরে রাধা গবিন্দ মন্দির চত্বরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।