- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
মধুপুর( টাংগাইল) প্রতিনিধি: বিদুৎ বিল দিতে গিয়ে নানা হয়রানীর শিকার হতে হয় মেয়েদের/ বিদ্যালয়ের ছাত্রীরিদের। জানাযায় ধনবাড়ী জোনাল অফিসে বিদুৎ বিল দিতে গিয়ে নানা হয়রানীর শিকার হতে হয় মেয়েদের/ বিদ্যালয়ের ছাত্রীরিদের। অনেক মেয়ে জানান বিলদেওয়ার জন্য একটি মাত্র গেট থাকায়র কারনে পুরুষ/মহিলাদের একসাথে গাধা গাধী করে বিল দিতে হয়।বিভিন্ন এলাকার সাধান মানুষ বিদুৎ বিল দেওয়ার জন্য বিরকরলে এই সুযোগে পুরুষেরা মেয়েদের গায়ের সাথে গা লাগিয়ে নান নির্যাতন করে।
বিল দিতে গেলে ছেলে মেয়েদের সাথে মাঝে মধ্য যকরাসহ নানা অপীতিকর ঘটনা ঘটে।
ধনবাড়ী পল্লীবিদুৎ জোনাল অফিসের দুই জন ক্যাশিয়ার থাকলেই একজন দিয়ে বিল নওয়া হয় এক জন দিয়ে বিল নেওয়া হয়। যার কারনে নানা বিরবনায় পড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে বিল দিতে হয়।
বিষয়টি নিয়ে ধনবাড়ী পল্লীবিদুৎ জোনাল অফিসের কর্মকর্তা ্এজিএম আ: বারী এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বিষটি নিয়ে তিনি সংবাদ কর্মীকে বলেন এটা প্রতিকারের কোন ব্যবস্থা আমাদের এই মহুতে নেই এবং বিডিং এই ভাবে করার কারনে এই সমস্যা হচ্ছে। তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে অন্যবস্থা করার।
ধনবাড়ী ্উপজেলার সচেতন মহল এর দাবি প্রশাসন দূত পল্লী বিদুৎ অফিসের বিষয়টির একটি ব্যবস্থা নিবেন।