সরিষাবাড়িতে ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় অনুষ্ঠিত

0

মতিউর রহমান,সরিষাবাড়ি জামালপুরঃ বহু প্রাচিনতম ঐতিহ্য ঘোড়া দৌড়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় এখনও প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে সাড়া জাগায়। এখনও উদ্দমী ও উৎসাহী কিছু মানুষ শত ত্যাগের মাধ্যমেও ধরে রেখেছে গ্রাম বাংলার এ ঐতিহ্যকে। অনাবাদি জমিকে চাষ যোগ্য করায় এবং অনেক ক্ষেত্রেই বনায়ন হওয়ার কারণেও যথাযথ স্থানের অভাবে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহি ঘোড়া দৌড়। জামালপুরের সরিষাবাড়ির মহাদান ইউনিয়নের একদল উদ্দমী তরুণ হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আয়োজন করেছে ঘোড়া দৌড়ের। সেঙ্গুয়া বাজার টাইগার বয়েজ ক্লাবের উদ্দোগে ২৩জুন বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঘোড়া দৌড়। তালতলা দয়ের দক্ষিণ পাশে বোরো কাটা পরিত্যাক্ত জমিতে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়। দুপুর গড়াতেই বিভিন্ন বয়সী উৎসুক জনতা ঐতিহ্যবাহি ঘোড়া দৌড় দেখতে ভিড় জমায় ঘোড়া দৌড় এলাকায়। জামালপুরের মেলান্দহ.মাদারগঞ্চ, ইসলামপুর ও জামালপুর সদর উপজেলা এবং শেরপুর, টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের ৪০/৪৫ ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ নেয়। চারটি স্তরে দাপট দৌড় এবং কদম দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় দেখতে নারী ও শিশু দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীতা শেষে বিঝয়ীদের মাঝে সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, আয়োজক কমিটি অতি স্বপ্ল মূল্যের পুরষ্কার প্রদান করায় পুরষ্কার গ্রহিতাগণ পুরষ্কার নিতে অস্বীকৃতি জানায়। পরে আয়োজক কমিটির বিশেষ অনুরোধে মনক্ষুন্ন বিজয়ীরা পুরষ্কার গ্রহণ করেন।

Leave A Reply