বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়াম্যান,ভাইস চেয়াম্যান ও মহিলা ভাইস চেয়াম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান

0
মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বিদায় সর্ম্বধনা ও বান্দরবানে ৫ম উপজেলা নির্বাচনে সদর উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, সিভিলসার্জন ডা: অং সুই প্রæ মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নাজমা বিনতে আমিন ও ডা: প্রিন্স। এছাড়াও অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরী কে ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় স্বংবর্ধনা প্রদান করা হয় এবং নব-নির্বাচিত চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান রাজু মং, মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রæ মারমা কে ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে  বরণ করে নেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী মো: জামাল উদ্দীন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদ,উপজেলা সমবায় কর্মকর্তা ক্যবুহ্রী র্মামা,অলক দাশ প্রমুখ। অনুষ্ঠানে বিদায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ বক্তব্যে বলেন মানুষ তার কর্মে বেঁচে থাকে,আমরা সকলকে ভাল কাজের জন্য প্রতিযোগিতা করবো,আমি আপনাদের সেবক হিসেবে ছিলাম, বান্দরবানে কেহ আমার কাজে কথায় মনে কষ্ট পেয়ে থাকলে আশা করি সবাই ক্ষমা করে দিবেন,আর সকলে আমার জন্য দোয়া করবেন।
 অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান বলেন আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়ে জনগনের সেবা করা জন্য আজ দায়িত্ব নিতে যাচ্ছি,আপনারা সকলে আমাদের জন্য দোয়া ও আর্শিবাদ করবেন আমরা আমাদের উপর অর্পিত গুরু দায়িত্ব সঠিক ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। আমাদের দায়িত্ব পালনে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং মারমা,২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রæ মারমা, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সা শৈ প্রæ সাবু, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, টংঙ্গাবতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি, সুয়ালক ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রিনা আক্তার,উপজেলা চেয়াম্যানের একান্ত সচিব মোঃ হেলাল উদ্দীন,মোঃ মামুনুর রশিদ,মোঃ মোস্তাকসহ আরো বিভিন্ন বিভাগের উপজেলা কার্মকর্তা-কর্মচারীগন  এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক কৃদজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave A Reply