বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে পালিত হলো

0
  মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি: 
শুক্রবার সারাদিন বিশেষ প্রার্থনানুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হলো বান্দরবানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে।
বম সম্প্রদায়ের সকলেই খ্রিষ্ট ধর্মাবলম্বী। তারা প্রভূ যীশুর ভক্ত। মূলত ইস্টার সানডেকে সামনে রেখে প্রস্তুতিমূলক  প্রার্থনা অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে। আগামী রবিবার ২১ এপ্রিল পালিত হবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে। বড়দিনের পরেই ইস্টার সানডে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান মনে করা হয়। এ সময় নিজেদের অজান্তে ঘটে যাওয়া পাপ মোচনের জন্য বিশেষ প্রার্থণা করা হয়।
এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ফারুক পাড়া গীর্জায় উপস্থিত ছিলেন লালজাই নুয়াম বম, লাল কুম সাং বম, ভারসন পার বম, জেসমিন পার বম, খ্রিষ্টপার বম, চ্যাম্পিয়ান বম, জিংরেম কিম বম, লাল থান মই বম, ভান থার কিম বম, লমনি কিম বম, বোয়াংনুন পার বম,  জিংলম পার বম, অলিভ ডিক বম, ভান জির পার পপি বম, মেলোরি বম, লাল তেøম জুয়াল বম, দিলীময় বম, জিংথার সিয়াম বম, লালথা জুয়াল বম সহ আরো অনেকে।
শহরের অদূরে ফারুক পাড়া গীর্জায় মহাভাব গাম্ভীর্য্যরে মধ্য দিয়ে পালিত হয় এ অনুষ্ঠান। এ সময় সারাদিন কিছু না খেয়ে উপোস থেকে এ বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।
Leave A Reply