সরিষাবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

0

মতিউর রহমান,সরিষাবাড়ি জামালপুরঃ সৃইড বাংলাদেশ পরিচালিত জামালপুরের সরিষাবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ে ১২তম বিশ্ব অটিজম দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ২ ্এপ্রিল দিনব্যাপি নানা আয়োজনে বিশ্ব অটিজম দিবস পালন ও ২০টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন শেষে মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রদশিত কুচকাওয়াজ ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র রোকনুজ্জামান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আব্দুল মান্নান মানু, সাবেক আনসার ভিডিপি অফিসার আসাদুজ্জামান, সাবেক সেনা অফিসার আবু মুহাম্মদ দুদু, আব্দুল কাদের, বাবু মন্টুলাল তেওয়ারী প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে ৫০.৭৫ ও ১০০ মিটার দৌড় প্রতিযোগীতা মোরগের লড়াই ও দীর্ঘ লম্ফসহ ২০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক ওয়াজেদ আলী এবং সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আনিছুর রহমান। উল্লেখ্য সরিষাবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয় এবারও বিদেশের মাটি থেকে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জয় করে দেশ তথা সরিষাবাড়ির মাটিকে করেছে গর্বিত।

Leave A Reply