- কিশোরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬৯ শতাংশ জমি উদ্ধার - November 7, 2024
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপি’র বর্ণাঢ্য র্যালি - November 7, 2024
- ৭নভেম্বার ঐতিহাসিক মহাবিপ্লবের নাম - November 7, 2024
নিজস্ব প্রতিবেদন
টাংগাইলের ধনবাড়ীতে জমে উঠেছে উপজেলা নির্বাচন। বিনা প্রতিদ¦ন্ধিতায় নিবাচিত হন ধনবাড়ী উপজেলা আ,লীগের সহসভাপতি জননান্ধত নেতা হারুনার রশিদ হীরা । এমন অবস্থায় ভাইচ চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৩ জন । সাইফুল ইসলাম বেলাল, শামছুল আলম হুদা .সুমন বকল। এদের মধ্য সাইফুল ইসলাস বেলাল প্রফেসার বর্তমানে ভাইচ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছে। উপজেলা আ,লীগের এই নেতা আজ সন্ধায় ধনবাড়ী উপজেলার পাইস্কা গাল হাই স্কুল মাঠে এক পাইস্কা ইউনিয় বাসীদের নিয়ে কর্মী সমাবেশ করেন। সমাবেশে পাইস্কা ইউনিয়ন আ,লীগের সভাপতি ও পাইস্কা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আরিফ বজলুর সভাপতিত্বে পাইস্কা ইউনিয়ন আ,লীগের সম্পাদক আ: মান্নান এর উপস্থাপনায় পাইস্কা ইউনিয়ন আ,লীগের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বলিভদ্র ইউনিয়ন ছাত্র-লীগের সভাপতি,বানিয়াজান বলিভদ্র ইউনিয়ন ছাত্র লীগের বর্তমান ও সাবেক ছাত্র লীগ নেতারা সহ ধনবাড়ী উপজেলা আ,লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: শহিদুল্লাহ,ধনবাড়ী উপজেলা আ,লীগের বিভিন্ন নেতা কর্মী সহ উপজেলা আ,লীগের সভাপতি টাংগাইল জেলা পরিষদেও সদস্য সাবেক ধনবাড়ী পৌর মেয়র আলহাজ বদরুল আলম মন্জ। মন্জ চেয়ারম্যান বলেন আমাদেও মাননীয় মন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাকের সাথে কথা হয়েছে। তিনি প্রফেসার সাইফুল ইসলাম বেলার এর নির্বাচন এর খোজ খবর রাখছেন । তিনি বেলাল এর নির্বাচনে আমাকে কাজ করতে বলেছে। আমি ধনবাড়ী উপজেলা পরিষদেও ভাইচ চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল এর পক্ষে ভোট প্রার্থনা করেন। পরে সাইফুল ইসলাম বেলাল তার বক্তব্যেও মাঝে বলেন আমি আপনাদের পাশে ছিলাম আছি। আমার মার্কা তালা। আপনারা আমাকে একটি করে ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করবেন। অনুষ্ঠানে পায় ৩শতাধিক নারী পুরুষ ভোটার উপস্খিত সকলেই ভোট দেওয়ার জন্য স্বীকার করেন।