দিনাজপুরে ১২টি উপজেলায় ২য় ধাপে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

0

আজ ২য় ধাপে সারা দেশের ১১৬টি উপজেলার মধ্যে দিনাজপুরের ১২টি উপজেলা পরিষদে নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। সকালে ভোটারদের উপস্থিত কিছুটা কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে দেখা গেছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলায় মোট সাড়ে ১১হাজার পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৪৫জন ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১১জন দায়ীত্ব পালন করেছে।

জেলার ১৩টি উপজেলা নির্বাচনে ৪টিতে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেছেন ৩০ জন প্রার্থী। আজ ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলেও একটি উপজেলায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এ জেলায় মোট ৯টি পৌরসভা ও ১০৩টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৭৯১টি। ২২ লাখ ৮হাজার ৫৫৮ জন মোট ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭হাজার ২২৭ জন ও নারী ভোটার ১১ লাখ ১ হাজার ৩৫৭ জন।

Leave A Reply