তারাগঞ্জে পুলিশের সাথে উপজেলা নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময়

0

খলিলুর রহমান,তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সকল প্রার্থীদের নিয়ে রংপুরের তারাগঞ্জ থানায় রংপুর অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তারাগঞ্জ থানায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনের আচরন বিধিমালা সহ আইন-শৃঙ্খলা বিষয়ক ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ।

ওই সময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীক প্রার্থী আনিছুর রহমান লিটন, স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীক প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল।

উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান টিউবয়েল প্রতীক প্রার্থী গোলাম সাইদেল কাওনাইন বায়জীদ বোস্তামী, তালা প্রতীক প্রার্থী কবিরুল ইসলাম, চশমা প্রতীক প্রার্থী আতাউর রহমান, বই প্রতীক প্রার্থী আব্দুল কাদের মজনু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রজাপতি প্রতীক প্রার্থী সাবিনা ইয়াছমিন, হাঁস প্রতীক প্রার্থী জাসমিনা খানম আন্নি,ফুটবল প্রতীক প্রার্থী মোর্শেদা বেগম, কলস প্রতীক প্রার্থী মাহমুদা বেগম, সেলিং ফ্যান প্রতীক প্রার্থী মর্জিনা বেগম।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বলেন, সারাদেশে তারাগঞ্জ উপজেলা একটি শান্তি প্রিয় এলাকা হিসেবে পরিচিত। তিনি নির্বাচনী আইন ও নীতিমালা তুলে ধরে উক্ত সভায় বক্তব্য রাখেন। এছাড়াও বলেন, আমি মনে করি সকল প্রার্থীই তাদের নিয়ম নীতিমালা মেনে চলবেন। কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান লিটন বলেন, কোথাও যেন কোন অপ্রিতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে। আমি সকলের দোয়া ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই নির্বাচনী প্রচারনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল বলেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রত্যেক প্রার্থী সহানুভূতিশীল হবো। একে অপরের প্রতি সম্মান রেখে প্রচারনা চালিয়ে যবো। কোন প্রতি হিংসাতœক আচরন করবো না। আমাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই। জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই বিজয়ী হবে।

ওই সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী, তদন্ত হুমায়ুন কবির, এসআই কার্তিক মোহন্ত, মশিউর রহমান,আতাউর রহমানসহ অফিসারগণ, সাংবাদিক প্রমুখ।

Leave A Reply