বরগুনার তালতলী হঠাৎ ঝড়ের আঘাতে  ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘরবাড়ি তছনছ

0
মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় হঠাৎ ঝড়ের আঘাতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক ঘরবাড়ি তছনছ  হয়েছে। ঝড়ে  উপড়ে গেছে বহু গাছপালা
। বৃহস্পিতিবার ভোর রাত সাড়ে ৫টা দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া বাজার,মনসাতলী ও সিমিতলাও কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহেলা গ্রামে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টার দিকে হঠাৎ ঝড়ের আঘাতে  উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের শাহিন তালুকদার, রাসু তাং, বাবুল তাং, লাইলী বেগম, আবু ছালেহ, কালু মোল্লার মেয়ে আমিনা, হাকিম আলী, বাস বাড়িয়া সলেমান।
পঁচাকোড়ালিয়া বাজারের অর্ধশতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
পঁচাকোড়ালিয়া বাজারের ব্যবসায়ী রিমন সিকদার ও আলাম মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক  জানান, এই এলাকায় প্রায় অর্ধ কোটি টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে । এছাড়া বাজারের ২৫টির বেশি দোকান ঘর বিধ্বস্ত হয়েছে।
এ ব্যাপারে তালতলী উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, ঝড়ের আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কেউ আমাকে জানানি। তবে আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা করে আর্থিক সহযোগীতার ব্যবস্থা নিবো।
Leave A Reply